Last Updated: December 23, 2011 23:34

বর্ধমানের সিপিআইএমের জেলা কার্যালয়ে হামলার চেষ্টা হল। অভিযোগ সিপিআইএমের জেলা দফতরে ঢুকতে না পেরে নীচে রাখা গাড়িতে ভাঙচুর চালায় তৃণমূল সমর্থকেরা। এখানেই শেষ নয়। কাছেই বর্ধমান দুনম্বর লোকাল কমিটির সিপিআইএম অফিসেও তৃণমূল সমর্থকরা হামলা চালায় বলে অভিযোগ। ভাঙচুর করা হয় দুনম্বর লোকাল কমিটির অফিস। গোটা ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন সিপিআইএমের জেলা সম্পাদক অমল হালদার।
First Published: Friday, December 23, 2011, 23:39