শর্মিলার পোশাকেই বিয়েতে সাজবেন করিনা

শর্মিলার পোশাকেই বিয়েতে সাজবেন করিনা

শর্মিলার পোশাকেই বিয়েতে সাজবেন করিনাএষার বিয়ের উৎসব শুরু হতে না হতেই আরেকটা `বিগ ফ্যাট বলিউড ওয়েডিং`-এর জন্য প্রস্তুত হতে শুরু করে দিয়েছে বলিউড। আর এ বিয়ে আবার যে সে বিয়ে নয়। ষোল আনা নবাবি বিয়ে।

এবছরেরই ১৬ অক্টোবর বিয়ে করতে চলেছেন ছোটে নবান সইফ আলি খান ও বলিউডের `শেহজাদি` করিনা কাপুর। গুঞ্জন, `হবু-সাস` শর্মিলা ঠাকুরের বিবাহ পরিধান পরেই বিয়ে করবেন করিনা। শুধু তাই নয়, শ্বাশুড়ির পোশাককে মাপ ও ডিজাইনে অপরিবর্তিত রাখছেন বেবো। অন্যদিকে, তাঁর `বেস্ট ফ্রেন্ড` ডিজাইনার মনীশ মালহোত্রার `ব্রাইডাল আউটফিট`ও কনের সাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে খবর।

এছাড়াও, রাজকোটের এক স্বর্ণকারের চল্লিশ লাখি হারেও সাজছেন কনে করিনা।

এই মুহূর্তে সইফিনা ব্যস্ত তাঁদের হাতের সব শ্যুটিং শেষ করতে। তবে বিয়ের সম্পর্কে কোনও মন্তব্য পাওয়া যাচ্ছে না এদের কারোর থেকেই।





First Published: Thursday, June 28, 2012, 13:09


comments powered by Disqus