Last Updated: July 10, 2012 17:42

তিনদিনের উত্তরবঙ্গ সফরে জলপাইগুড়ি পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়ি আর্ট গ্যালারিতে শুরু হয়েছে প্রশাসনিক বৈঠক। মূলত জেলার উন্নয়নের কাজ খতিয়ে দেখতেই তাঁর এই সফর। দুপুরে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে সড়কপথে জলপাইগুড়ি যান তিনি।
মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছেন রেলমন্ত্রী মুকুল রায়সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। জলপাইগুড়িতে প্রশাসনিক বৈঠকের পর রাতেই কোচবিহার রওনা দেবেন তিনি। আগামিকাল কোচবিহার বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস করে ফের প্রশাসনিক বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী। তাঁর এই সফরে রেলের একগুচ্ছ কর্মসূচি রয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর সফরসূচিতে রয়েছে কালিম্পং। নেপালী কবি ভানুভক্তর জন্মজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিয়ে ওইদিনই কলকাতার উদ্দেশে রওনা দেবেন তিনি।
First Published: Tuesday, July 10, 2012, 17:44