হোর্ডিং লাগানোর উপর নিয়ন্ত্রণ, CM demands control over Hoardings

হোর্ডিং লাগানোর উপর নিয়ন্ত্রণ

হোর্ডিং লাগানোর উপর নিয়ন্ত্রণহোর্ডিং লাগানোর উপর নিয়ন্ত্রণ আনার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। তবুও পুরসভার তরফে এখনও পুজোর হোর্ডিং সরিয়ে নেওয়ার ব্যাপারে কোনও উদ্যোগ নেওয়া হয়নি।
এবিষয়ে, তাঁদের গাফিলতির কথা স্বীকার করে নিয়েছেন কলকাতা পুরসভার উদ্যান বিভাগের মেয়র পারিষদ। চেতলা, কালীঘাট, হাজরা, গড়িয়াহাট, আলিপুরের মতো শহরের বিভিন্ন জায়গায় এখনও রয়েছে হোর্ডিং। পুজো কমিটিগুলিকে হোর্ডিং লাগানোর অনুমতি দেয় পুরসভা। কিন্তু পুজো শেষ হয়ে গেলেও হোর্ডিং সরাতে কোনও উদ্যোগই নেয়নি তারা। গাফিলতির কথা স্বীকার করে নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পুরসভার উদ্যান বিভাগের মেয়র পারিষদ। হোর্ডিং সরাতে পুরসভাকে উদ্যোগী হওয়ার দাবি জানাচ্ছেন সাধারণ মানুষ। কলকাতাকে দৃশ্যৃ-দূষণ মুক্ত করার কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে, তৃণমূল পরিচালিত কলকাতা পুরসভাই পুজোর হোর্ডিং সরাতে উদ্যোগ না নেওয়ায় প্রশ্ন উঠেছে।
 
  

First Published: Monday, November 7, 2011, 09:28


comments powered by Disqus