Last Updated: April 27, 2012 22:54

বার্সেলোনার কোচের পদ থেকে সরে দাঁড়ালেন পেপ গুয়ার্দিওলা। পরের মাসেই মেসিদের দায়িত্ব ছাড়ছেন ইদানিংকালে বিশ্ব ক্লাব ফুটবলের সবচেয়ে সফল কোচ। গত অক্টোবর মাসেই দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। শেষপর্যন্ত চেলসির কাছে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বার্সার হারের পরই দায়িত্ব ছাড়লেন তিনি।
স্প্যানিশ গুয়ার্দিওলার হাত ধরে গত চার বছরে স্বপ্নের ফুটবল খেলেছেন মেসিরা। টানা তিনবার লা লিগা খেতাব জয়ের পাশাপাশি দুবার ইউরোপ সেরা হয়েছে বার্সেলোনা। ফিফা ক্লাব বিশ্বকাপ জিতেছেন জ্যাভি, মেসিরা। গুয়ার্দিওলার জায়গায় আসতে চলেছেন তাঁর সহকারী কোচ টিটো ভিলানাভো।
First Published: Friday, April 27, 2012, 22:54