ডেম্পো ছাড়ছেন, মেনে নিলেন রন্টি

ডেম্পো ছাড়ছেন, মেনে নিলেন রন্টি

Tag:  ranty leaving dempo
ডেম্পো ছাড়ছেন, মেনে নিলেন রন্টিডেম্পো ছাড়ার কথা স্বীকার করে নিলেন তারকা স্ট্রাইকার রন্টি মার্টিনস। আট বছর পর ডেম্পো ছাড়তে চলেছেন নাইজেরীয় গোলমেশিন। আই লিগের শেষ ম্যাচের পর রন্টি জানান, কলকাতায় খেলার চ্যালেঞ্জ নিতে চান তিনি।
 
রন্টি ডেম্পো ছাড়ার কথা বললেও, তা মানতে নারাজ কোচ আর্মান্দো কোলাসো। তবে ডেম্পো কোচ বলছেন, তার দলে কেউই অপরিহার্য নয়। রন্টি দল ছাড়তে চাইলে, তাকে আটকানো হবে না।






First Published: Saturday, May 5, 2012, 21:53


comments powered by Disqus