Last Updated: December 11, 2011 13:29

চলে গেলেন কার্টুনিস্ট মারিও মিরান্ডা। রবিবার গোয়াতে তাঁর বাড়িতে ঘুমের মধ্যেই তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৮৫। বয়সজনিত কারণে অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। `টাইম্স অফ ইন্ডিয়া` সহ মুম্বই-এর বিভিন্ন দৈনিকের সাথে তিনি দীর্ঘদিন যুক্ত ছিলেন। `ম্যাড` এবং `পান্চ` পত্রিকাতেও একাধিকবার তাঁর কাজ প্রকাশিত হয়েছে।
First Published: Sunday, December 11, 2011, 13:29