তিরিশ জনকে বাছলেন বান

তিরিশ জনকে বাছলেন বান

Tag:  Ban Rob under 22 tram asia cup
তিরিশ জনকে বাছলেন বানএশিয়া কাপের যোগ্যতা অর্জনকারী পর্বের জন্য অনূর্ধ ২২ জাতীয় দলের  ৩০ জন ফুটবলারকে বেছে নিলেন ফেডারেশনের টিডি রব বান। পৈলানে ৬৪ জন ফুটবলারের ট্রায়াল নেন রব বান, ভারতীয় যুব দলের হেড কোচ কলিন টোল। ২৩ জুন এশিয়া কাপের কোয়ালিফাইং রাউন্ডের প্রথম ম্যাচ খেলবে ভারত। লেবানন, ইউএই, ইরাকের মত দলগুলির সঙ্গে একই গ্রুপে আছে ভারত। ম্যাচগুলির আগে একটি প্রস্তুতি শিবির করবে ভারত। সেখানে ফিজিক্যাল ফিটনেসের উপর সব থেকে বেশি জোর দিতে চাইছেন বান।

First Published: Monday, March 5, 2012, 23:20


comments powered by Disqus