Last Updated: Wednesday, October 3, 2012, 16:21
ইস্টবেঙ্গল এখন চলছে ডারউইনের মতবাদ মেনে।যোগ্যতমের উদবর্তন।প্রতিটি পজিশনে ভালমানের ফুটবলারের সংখ্যা প্রয়োজনের চেয়ে অতিরিক্ত।সেজন্যই কলকাতা লিগে ভাল খেললেও কেভিন লোবো ফেডকাপে সুযোগ পান না।বুধবার আইলিগ অভিযানের প্রস্তুতি শুরু করার দিনও সেই সমস্যা তাড়া করে বেড়াচ্ছে ফেডকাপ চ্যাম্পিয়নদের।