Last Updated: Thursday, May 23, 2013, 21:22
চ্যাম্পিয়ন হওয়ার পর হাত দুটো উপরে তুলে ফেললেন। তারপর মাঠে ফিরে একে একে ফুটবলারদের শুভেচ্ছা জানালেন। উত্সব করলেন, সাংবাদিকদের সঙ্গে কথাও বললেন। তখনও বোঝা যায়নি ইস্টবেঙ্গলের সঙ্গে সম্পর্ক ছেদ হতে চলা মরগ্যান ঠিক কতটা আবেগ তাড়িত। সেটা বোঝা গেল ট্রফি হাতে টিম বাসে ওঠার পর। টিম বাসে ওঠার পর মরগ্যান কেঁদে ফেললেন। দলের ফুটবলারদের বললেন, থ্যাঙ্ক ইউ বয়েজ।